শুক্রবার, ২ জুন ২০২৩
রহমত আলী, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের গুরুদাসপুর উপজেলার গুরুদাসপুর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ‘‘ রসায়ন গৃহের প্রতিভা অনুসন্ধান ” (হিরো নাম্বার ওয়ান) রসায়নের হিরোগিরি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গত ০৫-৬/৯/২০২২ ইং তারিখ সোমবার ও মঙ্গলবার সকাল ১০টায় গুরুদাসপুর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়রে শ্রেণী কক্ষে ওই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগীতায় অংশগ্রহন করে অত্র বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ। উক্ত প্রতিযোগীতা পরিচালনা করেন ‘‘রসায়ন গৃহের পরিচালক” মো. শাহজাহান আলী (বিএসসি, বিএড), সাবেক সহকারী সিনিয়র শিক্ষক অত্র বিদ্যালয়। সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় অত্র বিদ্যালয় শ্রেণী কক্ষে উক্ত প্রতিযোগীতার ফলাফল ও পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত প্রতিযোগীতায় ‘‘রসায়নের হিরো নাম্বার ওয়ান’’ নির্বাচিত দশম শ্রেণীর ছাত্র এসএম সাজিদ ইহসান ও নবম শ্রেণীর ছাত্র মেসবাহ রেজওয়ান নাবিলকে প্রতিভা স্বারক এবং দশম শ্রেণীর জুবাইদা ইয়াসমিন ও ফাহিম ফয়সাল প্রতিককে সৌজন্য পুরস্কার তুলে দেন অত্র বিদ্যালয়ের ইসলাম ধর্ম শিক্ষক মাওঃ মো. আতিকুর রহমান, সহকারী শিক্ষক মোছা. ওয়ালিদা শাহরিয়ার (পুতুল) ও সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক। গুরুদাসপুর মহিলা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের শিক্ষক মিজানুর রহমান শাহাদৎ বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এরুপ প্রতিযোগীতামূলক অনুষ্ঠান করা প্রয়োজন।
তাহলে শিক্ষার্থীরা বিজ্ঞান শিক্ষায় উৎসাহিত হবে। গুরুদাসপুর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মিঠু বলেন, রসায়ন গৃহের প্রতিভা অনুসন্ধান মূলক প্রতিযোগীতা অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে জ্ঞান অর্জনে উৎসাহ যোগাবে।