Pallibarta.com | যুক্তরাষ্ট্রে শাবিপ্রবি শিক্ষকের মরদেহ উদ্ধার - Pallibarta.com

বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১

যুক্তরাষ্ট্রে শাবিপ্রবি শিক্ষকের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রে শাবিপ্রবি শিক্ষকের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রে শাবিপ্রবি শিক্ষকের মরদেহ উদ্ধার ।
যুক্তরাষ্ট্রে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমানের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ।

বাংলাদেশ সময় শনিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

শাবিপ্রবির প্রক্টর আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাহফুুজুর রহমান যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটিতে পিএইচডিতে অধ্যয়নরত ছিলেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখন বলা যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের পুলিশ এ বিষয়ে তদন্ত করছে।

তিনি আরও জানান, মাহফুজুর রহমানের মৃত্যুতে আমরা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত।

জানা গেছে, অধ্যাপক মাহফুজুর রহমানের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়। ২০১৮ সালের ডিসেম্বরে বুয়েট থেকে লেখাপড়া শেষে শাবিপ্রবির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেছিলেন। চলতি বছেরের আগস্টে পিএইচডি করতে যুক্তরাষ্ট্রে যান তিনি।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১