যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার - Pallibarta.com

সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

গাজী আরিফুর রহমান, বরিশালঃ

ঢাকা মেট্রোপলিটনের ( ডি এম পি ) পল্লবী থানার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বরিশালের বাবুগঞ্জ উপজেলার মো. রিপন মোল্লা (৩০) কে গ্রেফতার করেছে বাবুগঞ্জ থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বাবুগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক ( এ,এস,আই নিঃ ) মো. জসিম উদ্দিন সিকদার র‍্যাব – ৩ এর সহযোগিতায় সঙ্গীও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বুধবার ( ৭ ডিসেম্বর ) রাত সাড়ে ১০ টায় ঢাকা জেলার সাভার থানাধীন ইমানদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড় এলাকার জনৈক তাহের মিয়ার চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত মো. রিপন মোল্লা বরিশালের বাবুগঞ্জ থানার আবর্জি বাহেরচর এলাকার মো. সেন্টু মোল্লার ছেলে।

বাবুগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এ,এস,আই) জসিম উদ্দিন সিকদার এই প্রতিবেদককে জানান, ২০০১২ সালের হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রিপন এতোদিন পালিয়ে ছিলেন। তিনি ওই এলাকায় অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে র‍্যাব – ৩ এর সহযোগিতায় সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো. মাহাবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ, এস, আই জসিম উদ্দিন সিকদার সঙ্গীও ফোর্স নিয়ে বুধবার রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করেন। বৃহস্পতিবার ( ৮ ডিসেম্বর ) সকালে আদালতের মাধ্যমে তাকে বরিশাল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০