Pallibarta.com | ম্যাজিস্ট্রেট নিজেই শিশুদের শেখাচ্ছেন গুলি চালানো, ভিডিও ভাইরাল - Pallibarta.com

সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১

ম্যাজিস্ট্রেট নিজেই শিশুদের শেখাচ্ছেন গুলি চালানো, ভিডিও ভাইরাল

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ৬ মিনিট ৩৬ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একজন মধ্যবয়স্ক ব্যক্তি দুই শিশুকে পিস্তল চালানো শেখাচ্ছেন। শিশু দুটির বয়স আনুমানিক চার ও সাত বছর হবে। তাদের বিভিন্ন জায়গায় গুলি চালানো শেখাচ্ছেন ওই ব্যক্তি।
খোঁজ নিয়ে জানা যায়, ভিডিওটি ২০১৬ সালের। খুলনার সুন্দরবন এলাকায় ধারণ করা ওই ভিডিও। ভিডিওর ব্যক্তির নাম জাহিদুল ইসলাম। তিনি তখন কয়রার ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। তখন ভিডিওটি করে তিনি নিজেই ফেসবুকে দিয়েছিলেন।

সম্প্রতি ভিডিওটি ভাইরাল হয়েছে। বাচ্চাদের এভাবে আগ্নেয়াস্ত্র চালনা শেখানোর নৈতিকতা নিয়ে উঠেছে প্রশ্ন।

বর্তমানে আইনি সহায়তা বিষয়ক প্রতিষ্ঠান লিগ্যাল এইডের চাঁপাইনবাবগঞ্জ শাখার এই কর্মকর্তার বাড়ি নড়াইলে।

এ বিষয়ে সোমবার (৬ সেপ্টেম্বর) জাহিদুল ইসলাম বলেন, ঘুরতে গিয়ে শখের বশে ভিডিওটি করা হয়েছিল। এরপর ওই ভিডিও আমার ফেসবুকে দেওয়া ছিল। আমেরিকা প্রবাসী নিয়াজ মাহমুদ নামে একজন ব্যক্তি এতদিন পর নেতিবাচক উদ্দেশে ফেসবুকে ভিডিওটি পোস্ট করেছেন।

জাহিদুল ইসলাম আরও বলেন, শুটিং স্পট- এটুকুই। যেহেতু পাঁচ বছর ধরে ভিডিওটা নিয়ে কেউ কিছু বলেনি, নিজের ফেসবুক ওয়ালে দেওয়া মানে তো সারা দুনিয়ার জন্য। এটা তো খারাপ উদ্দেশে দেওয়া হয়নি। কিন্তু পারিবারিক রেষারেষির কারণে নিয়াজ মাহমুদ এটাকে খারাপভাবে উপস্থাপন করেছেন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০