বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০২২
মেয়ের পর বাবাকেও একইভাবে হত্যাচেষ্টা ।
কুমিল্লা চান্দিনায় সালমা আক্তার (১৪) নামে এক মাদরাসাছাত্রীকে গলা কেটে হত্যার পর এবার তার বাবা সোলাইমানকে (৪০) একইভাবে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৫ অক্টোবর) ভোরে উপজেলার গল্লাই ইউনিয়নের বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিবেশীরা বিষয়টি টের পেলে দুর্বৃত্তরা সোলাইমানকে রেখে পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে, ১ অক্টোবর রাতে সোলাইমানের মেয়েকে ঘরের বেড়া কেটে তুলে নিয়ে গলা কেটে হত্যার পর পুকুরে ফেলে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিন জনসহ মোট ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন সোলাইমান।
আহত সোলাইমানের ছেলে ইউসুফ বলেন, সন্ত্রাসীরা ভোরে বাবাকে গলা কেটে হত্যার চেষ্টা করে। বিষয়টি আমরা টের পাওয়াতে তারা পালিয়ে যায়। পরে দ্রুত উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। আমার বোন হত্যার আসামিদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। বর্তমানে আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। এ ঘটনায় দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, মেয়েকে হত্যার পর বাবাকেও হত্যার চেষ্টা করা হয়েছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সালমার হত্যাকারীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।