Pallibarta.com | মেসির জার্সি নম্বর ৩০! মেসির জার্সি নম্বর ৩০! - Pallibarta.com

মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১

মেসির জার্সি নম্বর ৩০!

জার্সিতে তার কত স্মৃতি, অর্জন আর ট্রফি উঁচিয়ে ধরা। লিওনেল মেসির জন্য সবকিছুই এখন পুরোনো। প্রিয় ক্লাব বার্সেলোনাতেই এখন নেই তিনি। নেই প্রিয় জার্সি নম্বর ১০-ও।

আগে থেকেই গুঞ্জন ছিল, পিএসজিতে ১০ নম্বর জার্সি নিয়ে খেলবেন না মেসি। যদিও এটি ছাড়তে প্রস্তুত ছিলেন পিএসজির বর্তমান ১০ নম্বর জার্সিধারী নেইমার। তবে সেটি গ্রহণ করেননি মেসি। তাহলে কত নম্বর জার্সি পরে পিএসজিতে খেলবেন তিনি?

এমন প্রশ্ন ছিল অনেকেরই। অবশেষে জানা গেল সেটা। ৩০ নম্বর জার্সিতেই পিএসজির হয়ে মাঠ মাতাবেন এই আর্জেন্টাইন তারকা। বার্সেলোনায় অভিষেকের সময়ও ৩০ নম্বর জার্সি নিয়েই খেলেছিলেন তিনি। তাই নতুন অধ্যায়ের শুরুতেও ফিরে গিয়েছেন পুরোনো সেই নম্বরেই।

মঙ্গলবার নিশ্চিত হয় মেসির পিএসজিতে যোগ দেওয়া। এদিনই প্যারিসে পা রাখেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে হাজির হয় হাজারো সমর্থক। পরে স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

এরপর আনুষ্ঠানিকভাবে মেসিকে পরানো হয় পিএসজির জার্সি। বুধবার স্থানীয় সময় বেলা ১১টায় সংবাদ সম্মেলনেও করার কথা রয়েছে পিএসজি ও মেসির।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০