সোমবার, ১৬ মে ২০২২
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে (কারা কর্তৃপক্ষ) এ বিষয়ে ৬ মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত।
চূড়ান্ত রায়ের আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে কনডেম সেলে রাখা কেন অসাংবিধানিক হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট।
মামলার চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে কনডেম সেলে বন্দি রাখার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির রিটের শুনানি নিয়ে বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।