মুখোমুখি দুই ট্রেন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন হাজার যাত্রী - Pallibarta.com

রবিবার, ৪ জুন ২০২৩

মুখোমুখি দুই ট্রেন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন হাজার যাত্রী

মুখোমুখি দুই ট্রেন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন হাজার যাত্রী ।
কুমিল্লায় একই লাইনে ঢুকে পড়া দুইটি ট্রেনের হাজার যাত্রী অল্পের জন্য রক্ষা পেয়েছেন। মাত্র ১২০ গজ দূরত্বে দুই ট্রেনের চালক রেল থামিয়ে ফেলেন। এ সময় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট রোডে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪৮মিনিটের দিকে কুমিল্লা সদরের ধর্মপুর এলাকায় এ ঘটনা ঘটে। সংশ্লিষ্টরা জানান, দুপুরে ঢাকামুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন প্রায় ২০ মিনিট দেরিতে কুমিল্লা স্টেশনে প্রবেশ করেছিল। এ সময় বিপরীত দিক থেকে আসছিল চট্টগ্রামমুখী ম্যাক্সের পাথর বোঝাই ট্রেন।

একই লাইনে দুই ট্রেনের সংবাদে দুর্ঘটনার আশঙ্কায় কর্ণফুলী ট্রেনের যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে পড়েন। তবে তাদের কেউ আহত হয়েছেন কিনা জানা যায়নি।

এদিকে এ ঘটনায় কর্ণফুলী ট্রেনের কর্মচারীরা স্টেশন মাস্টারের দিকে দায়িত্বে অবহেলার অভিযোগ তুলেছেন। আর ম্যাক্সের কর্মচারীরা অভিযোগ তুলেছেন কর্ণফুলী ট্রেনের চালকের দিকে। কুমিল্লা স্টেশন মাস্টার সফিকুর রহমান ভূঁইয়া বলেন, এটা ভুল বোঝাবুঝির কারণে হতে পারে। অল্প সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার বলেন, এক লাইনে দুই ট্রেন ঢুকে পড়ার ঘটনাটি শুনেছি। দ্রুত সময়ে মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০