Pallibarta.com | মিরপুরে তিন কলেজছাত্রী নিখোঁজ - Pallibarta.com

সোমবার, ১৭ জানুয়ারি ২০২২

মিরপুরে তিন কলেজছাত্রী নিখোঁজ

মিরপুরে তিন কলেজছাত্রী নিখোঁজ

মিরপুরে তিন কলেজছাত্রী নিখোঁজ ।
রাজধানীর পল্লবীতে তিন কলেজছাত্রী নিখোঁজ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বাসা থেকে বের হয়ে তারা নিখোঁজ হয় বলে পরিবারের অভিযোগ। তারা নগদ টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন নিয়ে গেছে। এ ঘটনায় আজ শুক্রবার পল্লবী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নিখোঁজ তিন ছাত্রীর একজনের মা।

তিন বান্ধবীই দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। লিখিত অভিযোগে বলা হয়, গতকাল একই সময়ে তাঁর মেয়েসহ তিনজন নিখোঁজ হয়। তাঁর মেয়ে বাসা থেকে ছয় লাখ টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন নিয়ে গেছে। আরেকজন আড়াই ভরি স্বর্ণালংকার এবং অপরজন ৭৫ হাজার টাকা নিয়ে গেছে।

অভিযোগে আরও বলা হয়, তারা মিরপুর–১৪ এলাকায় বসবাস করে। ওই এলাকারই তিন ব্যক্তি বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে তিনজনকে অপহরণ করেছেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম  বলেন, তিনজন নিখোঁজ হয়েছে এমন একটি অভিযোগ এসেছে। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত বলার মতো কোনো অগ্রগতি নেই।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১