Pallibarta.com | মিথিলা-ফাহমির অ’ন্তর’ঙ্গ ছবি ভাইরাল নিয়ে মুখ খুললেন প্রভা - Pallibarta.com

বুধবার, ২০ অক্টোবর ২০২১

মিথিলা-ফাহমির অ’ন্তর’ঙ্গ ছবি ভাইরাল নিয়ে মুখ খুললেন প্রভা

ছোট পর্দার পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির স’ঙ্গে তাহসান আহমেদের প্রাক্তন স্ত্রী অভিনেত্রী মিথিলার অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ভা’ই’রা’ল হয়েছে।

যদিও মিথিলা এটাকে ‘অস্বাভা’বিক কোনো ছবি না’ বলে মন্তব্য ক’র’লেও এটিকে ইঙ্গিত ক’রে অন্য এক অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা মন্তব্য ক’রেছেন।

এ নিয়ে তিনি তার নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন- ‘কারো ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার বা পোস্ট করা,

এথিকালি কোন রাইট আপনি রাখেন না; বি’কৃ’ত মানসিকতার আমূল পরিবর্তন হোক। প্রসঙ্গত, কয়েক বছর আগে প্রভার আপক্তিকর কিছু ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভা’ই’রা’ল হয়। এটা তার পেশাগত ও ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলছিল।

তবে বর্তমানে তিনি সব ভু’ল ে নিজেকে গুছিয়ে নিয়েছেন অনেকটাই। অন্যদিকে, ২০০৬ সালের ৩ আগস্ট ভালোবেসে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসানকে বি’য়ে ক’রেন মিথিলা। তাদের সংসারে আইরা তেহরীম খান নামে এক কন্যাসন্তানেরও আগমন ঘ’টে। তবে দু’জনের বনিবনা না হওয়ায় ২০১৭ সালের মাঝামাঝি সময়ে বিচ্ছেদে যান তাহসান-মিথিলা।

তারপর থেকে মিথিলাকে নিয়ে বিভিন্ন সময় প্র’কা’শ পাচ্ছে গো’প’ন স’ম্প’র্কের খবর। ফাহমির স’ঙ্গে ভা’ই’রা’ল হওয়া এই ছবির আগে ভারতীয় জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জির স’ম্প’র্কের খবর উঠে আসে শোবিজ পাতায়।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১