মায়ের জন্য ইফতারি আনতে গিয়ে না ফেরার দেশে সুমন - Pallibarta.com

রবিবার, ২৬ মার্চ ২০২৩

মায়ের জন্য ইফতারি আনতে গিয়ে না ফেরার দেশে সুমন

মায়ের জন্য ইফতারি আনতে গিয়ে না ফেরার দেশে সুমন

রাজধানীর সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণের সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন সুমন।

মায়ের জন্য ইফতারি কিনতে বাসা থেকে বের হয়েছিলেন।কিন্তু রাজধানীর সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন সুমন।

মঙ্গলবার বিকাল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এ বিস্ফোরণ প্রাণ কেড়ে নেয় কাতার প্রবাসী সুমনের।

সুজনের বোন সোমা জানান, কাতারপ্রবাসী সুমন চার মাসের ছুটিতে দেশে এসেছিলেন। মা, দুই বোন আর এক ভাইকে নিয়ে বংশালের সুরিটোলায় থাকতেন। আজ বিকালে মায়ের জন্য ইফতারি কিনতে বের হয়ে বিস্ফোরণে মারা যান তিনি।

মৃত্যুর খবর শুনে নিহত সুমনের মা-বোন ঢাকা মেডিকেলে বার বার মূর্ছা যাচ্ছেন। তার বাবা-মার একটাই দাবি, তাদের ছেলের যেন ময়নাতদন্ত না করা হয়।

এদিকে বিস্ফোরণে নিহত মানুষের সংখ্যা বেড়ে ১৬ জন হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৭০ জন আহত হয়েছেন।নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, ভবনের নিচতলায় স্যানিটারির দোকান ছিল। নিচতলায় বিস্ফোরণ ঘটে ওপরের কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে এখনো উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১