মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
হুমায়ুন কবীর, রাজশাহীঃ
শনিবার ২১ জানুয়ারী বেলা ৪ টায় নগরীর সিএনবি মোড় থেকে মোটরসাইকেল শোভা যাত্রা শুরু করে এবং রাজশাহী শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে নগরীর লক্ষিপুর মিন্টু চত্বরে পথসভার মাধ্যমে শোভা যাত্রার সমাপ্তি ঘোষণা করা হয়।
মোটরসাইকেল শোভা যাত্রায় নেতৃত্ব দেন আওয়ামী লীগের তৃণমূলের কান্ডারী খ্যাত জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ। এছাড়াও শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন মহানগর ও জেলা আওয়ামী লীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। এছাড়াও জেলা ও মহানগর আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা। প্রায় দেড় হাজার মটরসাইকেল নিয়ে শোভা যাত্রায় মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে ওঠে মটর সাইকেল শোভা যাত্রাটি । পল্লী বার্তাকে দেওয়া এক সাক্ষাৎকারে জনাব আসাদ বলেন আজকের মোটরসাইকেল শোভা যাত্রাটি মূলত প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রচারনা শোভা যাত্রা। তিনি পল্লীবার্তার মাধ্যমে রাজশাহীবাসীকে জনসভায় উপস্থিত হবার জন্য আহবান জানান।
উল্লেখ যে আসাদুজ্জামান আসাদ ছাত্র জীবন থেকে ছাত্র লীগের রাজনীতি দিয়ে পথচলা শুরু করে, মহানগর ছাত্রলীগের সাধারন সম্পাদক, পরে সভাপতি, স্বৈরাচার বিরোধী আন্দোলনে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি জেলা যুবলীগের সাধারন সম্পাদক ও সভাপতি এবং সর্বশেষ রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হিসাবে দ্বায়িত্ব পালন করে। তৃনমুলের নেতাকর্মীদের কাছে আসাদ একজন আস্থাভাজন রাজনৈতিক ব্যাক্তিত্ব, যার প্রমান একদিনের আহবানে প্রায় দেড় হাজার মটর সাইকেল নিয়ে শোভা যাত্রা সফলভাবে সম্পন্ন করে। মোটরসাইকেল শোভা যাত্রাটি মুলত বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জনসভা সফল করার জন্য প্রচারের কর্মসুচি।