সোমবার, ২ অক্টোবর ২০২৩
কাজী নাফিস ফুয়াদ, মাদারিপুর প্রতিনিধিঃ
মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটে লিমা আক্তার (২০) নামে দ্বিতীয় বর্ষের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
নিহত লিমা আক্তার জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার চর রঘুনাথ গ্রামের মৃত বেলাল হোসেনের মেয়ে। তার স্বামীর নাম চাঁন মিয়া।
পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার (১১ ডিসেম্বর) রাত ১০ টার দিকে নার্সিং ইনস্টিটিউটের চার তলায় বাথরুমের দরজা বন্ধ দেখতে পায় সহপাঠীরা। পরে সহপাঠীরা কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলে বাথরুমের দরজা খুলে লিমা আক্তারকে ফাঁস নেওয়ার চেষ্টা করা অবস্থায় নিচে পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় ভোর ৪ টার দিকে তার মৃত্যু হয়।
উল্লেখ্য, গত সপ্তাহে মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে শীতকালীন পিকনিকে কুয়াকাটা যায় লিমা। এনিয়ে স্বামী চাঁন মিয়ার সাথে কলহ চলছিলো তার। এরই জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলে অনেকে মনে করছেন।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হচ্ছে। কি কারণে মেয়েটি মারা গেলো, তা তদন্ত করে দেখা হচ্ছে।