মাদারীপুরে ময়লার স্তূূপ থেকে নবজাতক উদ্ধার"সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি - Pallibarta.com

সোমবার, ২ অক্টোবর ২০২৩

মাদারীপুরে ময়লার স্তূূপ থেকে নবজাতক উদ্ধার”সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি

মাদারীপুরে ময়লার স্তূূপ থেকে নবজাতক উদ্ধার"সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি

কাজী নাফিস ফুয়াদ, মাদারিপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের পৌরসভা এলাকার একটি ময়লার স্তূপ থেকে ফুটফুটে নবজাতককে উদ্ধার করা হয়েছে। শিশুটি বর্তমানে মাদারীপুর সদর হাসপাতালের শিশু নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

রবিবার সকাল ৯টার দিকে পথচারী ও স্থানীয়রা মিলে পৌরসভা এলাকার একটি চায়ের দোকানের পাশে ময়লার স্তূপ থেকে নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্থানীয়দের বরাতে জানান, সাথী আক্তার নামে এক গৃহিনী সকাল ৯টার দিকে তার বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। এসময় পৌরসভা সংগল্প এলাকার একটি চায়ের দোকানের পাশে ডাস্টবিনে ময়লা কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় শিশুটিকে দেখতে পায়।

তখন কয়েকজন মিলে নবজাতকটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের শিশু নবজাতক ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে শিশুটি হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছে।

শিশু উদ্ধারকারী সাথী আক্তার বলেন, ‘বাচ্চাটিকে ময়লার ভিতরে দেখে আমি আশপাশের লোকজন ডাকি। বাচ্চাটি তখন ময়লার মধ্যে পরা ছিল।

পরে আমার বাসা থেকে কাপড় এনে কিছুটা ময়লা পরিস্কার করি। পরে সবাই দ্রত মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাই। ডাক্তাররাও দ্রুত বাচ্চাটির ময়লা আবর্জনা পরিস্কার করে চিকিৎসা দেয়া শুরু করেন।

তিনি আরো বলেন,এমন নিষ্ঠুর মা পৃথিবীতে যেনো আর জন্ম না নেয়।

এব্যাপারে মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার শিশু চিকিৎসক ডা. নাইমা ফেরদৌস শান্তা জানান, ‘সকালের দিকে কিছু লোক নবজাতকটিকে হাসপাতালে নিয়ে আসলে আমরা শিশুটিকে নিবিড় পরিচর্যার জন্য শিশু ওয়ার্ডে ভর্তি করে নেই। শিশুটির চিকিৎসা চলছে। প্রথম যখন নিয়ে এসেছিলো তখন তার হাত-পা ঠান্ডা ছিল। বর্তমানে সে অনেকটা সুস্থ আছে। নবজাতকের বয়স একদিন হবে। সে কন্যা সন্তান।

বাচ্চাটিকে লালন পালন করার জন্য নিতে আশা কুলসুম বলেন, ‘আমার বাচ্চা নাই। আমি বাচ্চাটিকে নিয়ে লালন পালন করতে চাই। এখন যদি হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রশাসন আমাকে বাচ্চাটা দেয় তাহলে আমি লালন পালন করতে পারবো।

এবিষয়ে পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, ময়লার ড্রাম্পে একটি শিশু নবজাতককে, কে বা কাহারা রেখে গেছে জানি না। তবে শিশুটির চিকিৎসা চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করা হবে। আপাতত দত্তক দেয়ার বিষয়টি মাথায় নেই, যদি শিশুটি সুস্থ্য হয়, তাহলে দত্তক নেয়ার আইন মেনেই ব্যবস্থা নেয়া হবে।’

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১