শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
কাজী নাফিস ফুয়াদ, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসার ও কালকিনি উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা বাসস্টান্ট সংলগ্ন কুন্ডু বাড়ি মেলা প্রশাসনের অনুমতি ছাড়াই জমে গেছে বলে জানা গেছে।
মেলা বসলে মহাসড়কে যানজট ও সড়কে দূর্ঘটনার আশংখা সচেতন মহলের।
সরেজমনি ও প্রশাসন সুত্রে জানা যায়, মাদারীপুর জেলার কালকিনি ও ডাসার উপজেলার মধ্যেবর্তি সিমান্ত,ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা বাসস্টান্ট সংলগ্ন কুন্ডু বাড়ি কালিমন্দিরে প্রতিবছরই কালি পুজা অনুষ্ঠিত হয়,এবছরও হবে হিন্ধুমর্ধালম্বীদের কালিপূজা। আর এ কালিপুজাকে ঘীরে অনুষ্ঠিত হয়, কুন্ডু বাড়ি মেলা।
প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হবে কালিপূজা। প্রশাসনের অনুমোদন নেই মেলার। আর দক্ষিনবঙ্গের সব চেয়ে বড় মেলা কুন্ডু বাড়ি মেলা প্রশাসনের অনুমোদন ছাড়াই জমেছে। ইতিমধ্যে শত শত দোকান সাজিয়ে বসেছে দোকানীরা। আর এ মেলায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে দোকানীরা বিভিন্ন সামগ্রীর দোকান বসিয়ে বেচাকেনা করেন। হাজার হাজার লোকের সমাগম হয় এ মেলায়।
কালিমন্দিরের সামনে জায়গা কম থাকার কারনে ঢাকা-বরিশাল মহাসড়ক জুরেই বসতে হয় দোকানীদের এবং সৃস্টি হয় যানজটের। অনেক সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।
এবছর কুন্ডু বাড়ি মেলা না হওয়ার ব্যাপারে, স্থানীয় এলাকা থেকে ডিসি বরাবর একটি আবেদন হয়েছে বলে জানাগেছে।
নাম প্রকাশে অনে”ছুক একাধীক রাজনৈতিক নেতা ও সচেতন মহলের ব্যক্তি বলেন, গত ২০১৮ সালে এ মেলায় একটি ছেলে প্রকাশ্যে ছুড়ির আঘাতে হত্যা হয়। এখানে প্রচুর পরিমানে লোকের সমাগম হয়। বর্তমানে আমাদের পদ্মা সেতু উদ্ভোধনের পরে,দক্ষিন বঙ্গে যাওয়ার একমাত্র রাস্তা ঢাকা-বরিশাল মহাসড়ক। আর এ সড়কে চলে হাজার হাজার যানবাহন। এসড়কের উপরে যদি মেলা বসে,তাহলে প্রচুর যানজটের সৃষ্টি হবে এবং ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।
কালকিনি থানার ওসি মোঃ শামিম হোসেন বলেন, মেলা বসার ব্যাপারে আমরা এখনও অনুমোদনের কাগজ পাইনি।
কুন্ডু বাড়ি মেলা বসার ব্যাপারে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, মেলা বসার কোন অনুমোদন দেওয়া হয়নি।