Pallibarta.com | মাদক মামলায় যুবকের যাবজ্জীবন - Pallibarta.com

মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১

মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

মাদক মামলায় যুবকের যাবজ্জীবন ।
নড়াইলে মাদক মামলায় মিঠু ওরফে মিন্টু নামের এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (৩ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ মুন্সি মোহাম্মদ মশিয়ার রহমান এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ৩০ নভেম্বর নড়াইল-যশোর সড়কে সদর উপজেলার চাচড়া প্রাথমিক বিদ্যালয় এলাকায় একটি বাস থেকে ৪৯ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ মিঠুকে আটক করে ডিবি পুলিশ। এ ঘটনায় জেলা গোয়েন্দা বিভাগের উপ-পরিদর্শক (এসআই) ওয়ালিউল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা করেন।

মামলায় মোট ছয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ আদেশ দেন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১