মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
মোঃ এনামুল হক (বিপ্লব) রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ-
কুড়িগ্রামে নাগেশ্বরীতে পাওনা টাকা দেয়ার কথা বলে বাড়ি থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে গিয়ে সফিকুল ইসলাম(৩৫) নামের একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত সফিকুল ইসলাম (৩৫) উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের মনেয়ার পাড় এলাকার মৃত শমসের আলীর ছেলে। এ ঘটনায় বুধবার(১৩ জুলাই) নাগেশ্বরী থানায় অভিযুক্ত খোকনের নাম উল্লেখ করে একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে নিহত সফিকুলের স্ত্রী সামছুন্নাহার। এর আগে মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ব্যাপারীরহাট এলাকায় পাওনা টাকা দেয়ার কথা বলে ডেকে নিয়ে গিয়ে সফিকুলকে মারপিট করে অভিযুক্তরা। রাতেই কুড়িগ্রাম সদর হাসপাতালে তার মৃত্যু হয় ।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মৃত আজগর আলী আজাদের ছেলে খোকনের মাদক ব্যবসার ভারবাহী হিসেবে কাজ করতেন কালিগঞ্জ ইউনিয়নের মনেয়ার পাড় এলাকার মৃত শমসের আলীর ছেলে সফিকুল ইসলাম। বেশ কিছুদিন ধরে সফিকুলকে মালামাল পরিবহনের টাকা দিচ্ছিল না খোকন। এ কারণে সে কাজ বন্ধ করে দেয় এবং তাকে টাকা না দেয়ায় তার মাদক ব্যবসার সব গোপন তথ্য ফাঁস করে দেয়ার হুমকী দেয় সফিকুল। এরই জেরে ঈদের তৃতীয় দিন মঙ্গলবার(১২ জুলাই) বিকেল বেলা খোকন একজনকে সাথে নিয়ে মোটরসাইকেলে সফিকুল ইসলামের বাড়িতে যায়। তারা জোরপূর্বক সফিকুলকে বাড়ি থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে গিয়ে ব্যপারীহাটে নিজের মৎস্য খামারে বেধড়ক পিটিয়ে মূমুর্ষ অবস্থায় অটোতে করে বাড়ি পাঠিয়ে দেয়।
ওই অবস্থায় সফিকুলকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিলে রাত সাড়ে ৩টার দিকে সে মারা যায়। এ ঘটনায় নাগেশ্বরী থানায় সফিকুলের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। নিহতের স্ত্রী সামছুন্নাহার জানিয়েছেন, খোকনের নিকট আমার স্বামী টাকা পেত, সেই টাকা দেয়ার কথা বলে বাড়ি থেকে আমার স্বামীকে তুলে নিয়ে যায় খোকন। নাগেশ্বরী থানার ওসি (তদন্ত) তামবীরুল ইসলাম জানান,এ ঘটনায় মামলা হয়েছে, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রামের মর্গে পাঠানো হয়েছে।