মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রান গেল যুবকের, ঝলসে গেছে ভাই - Pallibarta.com

মঙ্গলবার, ৬ জুন ২০২৩

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রান গেল যুবকের, ঝলসে গেছে ভাই

পঞ্চগড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রান গেল যুবকের ঝলসে গেছে ভাই

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রদীপ চন্দ্র বর্মন (৩০) নামে যুবকের মৃত্যু হয়েছে।(গতকাল ০৯ অক্টোবর) বিকেলে বোদা উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে এই নিহতের ঘটনা ঘটে। এ সময় নিহতের চাচাত ভাই স্বপন চন্দ্র বর্মনের (২৪) হাত ঝলসে যায়।

নিহত প্রদীপ এবং আহত স্বপনের বাড়ি জেলার বোদা উপজেলার বোদা সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে ।

বোদা থানার ওসি সুজয় কুমার জানান বজ্রপাতে বোদা সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে প্রদীপ নামে একজন কৃষকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।

প্রদীপ ডাঙ্গাপাড়া গ্রামের মহেশ চন্দ্র বর্মনের ছেলে এবং আহত স্বপন একই গ্রামের মৃত কৃপানাথ বর্মনের ছেলে। বোদা সদর ইউনিয়নের চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ জানান রোববার বিকেলে বাড়ির পাশে প্রদীপ চন্দ্র বর্মন তার চাচাত ভাই স্বপন চন্দ্রকে নিয়ে টানা জাল দিয়ে মাছ ধরতে যায়। প্রদীপ ধানক্ষেতের আইল সংলগ্ন ছোট পুকুরে পানিতে নেমে জাল ছড়িয়ে দিয়ে মাছ ধরছিল অপরদিকে তার ছোট ভাই স্বপন বাশের টুকরি হাতে নিয়ে মাছ জড়ানোর কাজ করছিলেন। মাছ ধরার এক পর্যায়ে বৃষ্টি পড়ছিল।

এ সময় বজ্রপাত হওয়ার সাথে সাথে প্রদীপ অজ্ঞান হয়ে পড়েন। স্বপন টুকরি নিয়ে দৌড়ে বাড়ির দিকে আসতে থাকেন। স্বপনের হাত ঝলসে গিয়ে আহত হয়। তাৎক্ষনিক পরিবারের সদস্যরা দুজনকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রদীপকে মৃত ঘোষনা করেন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০