মাইশা হত্যার বিচারের দাবীতে উলিপুরে মানববন্ধন - Pallibarta.com

শুক্রবার, ২ জুন ২০২৩

মাইশা হত্যার বিচারের দাবীতে উলিপুরে মানববন্ধন

মাইশা হত্যার বিচারের দাবীতে উলিপুরে মানববন্ধন

নিলয় রায়,উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের অবুঝ শিশু মারুফা জাহান মাইশা হত্যাকান্ডের প্রতিবাদ ও বিচারের দাবীতে মানববন্ধন করেছেন কুড়িগ্রামের উলিপুরের সচেতন নাগরিক বৃন্দ। মঙ্গলবার (০৬ ডিসেম্বর) বেলা ১২টায় কুড়িগ্রাম-উলিপুর-চিলমারী সড়কে বড় মসজিদ মোড়ে উলিপুরের সচেতন নাগরিক বৃন্দের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপি মানববন্ধনে উলিপুরের সচেতন নাগরিক কমিটির আয়োজক মতলেবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উলিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, নারী সংগঠনের নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন, কালেরকণ্ঠ শুভ সংঘের সহ-সভাপতি মাসুম করিম, সাবেক সংরক্ষিত পৌর কাউন্সিলর মর্জিনা বেগম, এ্যাডভোকেট মাহফুজার রহমান প্রমুখ।

এসময় বক্তারা মাইশা হত্যাকান্ডে জড়িত অপরাধীদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচারের দাবী জানান। এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত বুধবার ঢাকার মিরপুরের রূপনগরে আলম মেমোরিয়াল হাসপাতালে হাতের আঙুল অপারেশনের সময় শিশু মাইশার মৃত্যু হয়। সেদিনই শিশুটির মরদেহ নিয়ে কুড়িগ্রামে ফিরে আসেন বাবা-মা। দাফনের আগে মাইশাকে গোসল করানো নারীরা দেখতে পান পেটজুড়ে সেলাই করা। এ ঘটনা প্রকাশ হলে এলাকায় নানা গুঞ্জন শুরু হয়।

শিশুটির পরিবারের দাবি, হাতের অপারেশনের সময় মেয়ের পেট কেন কাটা হয়েছে তা জানেন না তারা। এটিকে হত্যাকাণ্ড দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান শিশুটির পরিবার ও এলাকাবাসী।
তবে মিরপুর ইসলামী ব্যাংক হাসপাতালের চিকিৎসক আহসান হাবীব দাবি করেন, ‘তিনি অপারেশন করেননি। রূপনগরের আলম মেমোরিয়াল হাসপাতালে অপারেশনের ব্যবস্থা করে দিয়েছেন। শিশুটির মৃত্যু নিছক দুর্ঘটনা। হাতের কাটা অংশে স্কিন জোড়া দিতে পেটের নিচের অংশ থেকে স্কিন কেটে নিয়ে সেলাই করা হয়েছিল। এখানে অন্য কোনও কারণ নেই। অ্যানেস্থেসিয়ার কারণে শিশুটির মৃত্যু হতে পারে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০