Pallibarta.com | মহাসড়কে ট্রাকচাপায় ৩জন নিহত - Pallibarta.com

রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১

মহাসড়কে ট্রাকচাপায় ৩জন নিহত

দুর্ঘটনায় ওষুধ কোম্পানির দুই কর্মী নিহত মহাসড়কে ট্রাকচাপায় নিহত ৩

মহাসড়কে ট্রাকচাপায় ৩জন নিহত ।
কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় এক অটোরিকশাচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি বলে ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (১১ সেপেটম্বর) সকাল ৬টার দিকে বুরিচং উপজেলার ময়নামতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সকালে মালবাহী ট্রাকটি কুমিল্লার শহরের দিকে যাচ্ছিল। পথে বুরিচং উপজেলার ময়নামতি নামক স্থানে পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে অটোরিকশার পাশে দাঁড়িয়ে ভাড়া পরিশোধ করতে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহকারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০