রবিবার, ২৬ মার্চ ২০২৩
ত্যাগের মহিমায় বিশ্বজুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদের সময় বাংলাদেশ ক্রিকেট দল ওয়ানডে সিরিজ খেলতে এখন অবস্থান করছে গায়নায়।
তবে বাংলাদেশ দলের ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহিম না আছেন দেশে, না দলের সঙ্গে ক্যারিবিয়ান সফরে। পবিত্র হজ পালনে মিস্টার ডিপেন্ডেবল এখন পবিত্র নগরী মক্কায়। সেখান থেকেই দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
পবিত্র হজ পালনের জন্য জাতীয় দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম। জাতীয় দলের নির্ভরযোগ্য এই ব্যাটার এখন অবস্থান করছেন পবিত্র মক্কা নগরীতে। সেখান থেকেই দেশবাসীকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। রোববার (১০ জুলাই) নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি এই শুভেচ্ছা জানান।
মুশফিক লেখেন, ‘আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু .. মক্কা থেকে শুভ ঈদ মোবারক।’ এদিকে রোববার রাতে মাঠে গড়াচ্ছে ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে গড়াবে ম্যাচটি। ঈদের রাতে টাইগারদের ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তিনি লিখেছেন, ‘ঈদ মুবারক। আজ রাতে উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে দেখুন।’