ভয়াবহ সংকটে শ্রীলঙ্কা-পাকিস্তান, নিরাপদে বাংলাদেশ - Pallibarta.com

রবিবার, ৪ জুন ২০২৩

ভয়াবহ সংকটে শ্রীলঙ্কা-পাকিস্তান, নিরাপদে বাংলাদেশ

চলতি অর্থবছরে (২০২২-২৩) মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি (জিডিপি) অর্জনে ভয়াবহ সংকটে পড়তে যাচ্ছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। দক্ষিণ এশিয়ার এই দুই দেশ প্রবৃদ্ধি অর্জনে বিপদে থাকলেও বাংলাদেশ নিরাপদ জায়গায়ই অবস্থান করছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

আজ (৬ অক্টোবর) সংস্থাটির ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্বব্যাংক জানায়, চলতি অর্থবছর শেষে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ১ শতাংশ। যদিও চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি (জিডিপি) ৬ দশমিক ৬ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এডিবি থেকে বিশ্বব্যাংক প্রবৃদ্ধি কম দেখিয়েছে। তবে দক্ষিণ এশীয়ায় প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ তৃতীয় স্থানে থাকবে বলে জানায় সংস্থাটি।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০