Pallibarta.com | ভোট গণনার সময় সংঘর্ষ, পুড়িয়ে দেওয়া হলো ব্যালট - Pallibarta.com

বুধবার, ১ ডিসেম্বর ২০২১

ভোট গণনার সময় সংঘর্ষ, পুড়িয়ে দেওয়া হলো ব্যালট

ভোট গণনার সময় সংঘর্ষ, পুড়িয়ে দেওয়া হলো ব্যালট

ভোট গণনার সময় সংঘর্ষ, পুড়িয়ে দেওয়া হলো ব্যালটহবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নে ভোট গণনার সময় আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী রোখসানা আক্তার শিখা ও বিদ্রোহী প্রার্থী ফয়েজ আহমেদ খেলুর সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে অর্ধশত লোক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জলসুখা ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় ব্যালট পেপারে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং বেশ কিছু বাড়িঘর ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ওই কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল জব্বার জানান, ব্যালট পেপার আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১