বুধবার, ৭ জুন ২০২৩
শাহজাহান সাজু, মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারে সড়ক উন্নয়ন ও সেতু নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই চেক বিতরণ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল হকের সভাপতিত্বে ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে মৌলভীবাজার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, জেলা ভূমি অধিগ্রহণ শাখার উদ্যোগে ২০২০-২০২১ সালের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা-হাজীপুর-শরীফপুর সড়কের রাজাপুর সেতু ও সাড়ে ৭ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত চার উপকারভোগীর মধ্যে ১১ লক্ষ ২২ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
চার উপকারভোগী হলেন- কামাল হোসেন, শাহিন মিয়া, আব্দুর রহমান ও জয়নুর বেগম।