বুধবার, ১৮ মে ২০২২
যুব এশিয়া কাপে এর আগে একাধিকবার ভারতের বিপক্ষে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। সংযুক্ত আরব আমিরাতে আরও একবার সেই স্বপ্নভঙ্গের মঞ্চায়ন। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সেমিফাইনালে ভারতের বিপক্ষে হেরে বিদায় নিল রাকিবুল হাসানের দল।
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারত অনূর্ধ্ব-১৯ দল ২৪৩/৮ (৫০), রাঘুভানশি ১৬, পান্নু ১৫, রাশিদ ৯০*, সিন্ধু ৫, ধুল ২৬, বাওয়া ২৩, তাম্বে ৩, যাদব ৮, রাজবর্ধন ১৬, ভিকি ২৮*; তানজিম ৯-০-৫১-১, নয়ন ৯-০-৩৬-১, রাকিবুল ১০-১-৪১-৩, মেহেরব ৬-০-৩৬-১, আরিফুল ৮-০-৩৭-১
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৪০/১০ (৩৮.২), মাহফিজুল ২৬, তাহজিবুল ৩, নাবিল ১২, আইচ ০, আরিফুল ৪২, ফাইম ৫, মেহেরব ৭, আশিকুর ১৫, নয়ন ৬, রাকিবুল ১৬, তানজিম ০*; রাজবর্ধন ৮-০-৩৬-২, রবি ৫-১-২২-২, বাওয়া ৬-১-২৬-২, ভিকি ১০-২-২৫-২, নিশান্ত ৭.২-০-৩৫-১, তাম্বে ২-০-৫-১
ফলাফলঃ ভারত অনূর্ধ্ব-১৯ দল ১০৩ রানে জয়ী।