ভবিষ্যতে বিদ্যুত ঘাটতি না হওয়ার জন্যই লোডশেডিং : শিক্ষামন্ত্রী - Pallibarta.com

মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

ভবিষ্যতে বিদ্যুত ঘাটতি না হওয়ার জন্যই লোডশেডিং : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ। আগামীতে যেন বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা না হয় সে জন্যই লোডশেডিং। ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়েই জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে ও দাম বৃদ্ধি পেয়েছে। ফলে সারা বিশ্বেই সমস্যা হচ্ছে।

বুধবার (২০ জুলাই) সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া উচ্চ বিদ্যালয় মাঠে রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সামাজিক সংগঠন অগ্রসর আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও গুণীজনদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পদ্মা-মেঘনা ও যমুনার চরাঞ্চলে যেখানে সৌরবিদ্যুত ঠিক মতো ব্যবহার করা যায় না, আমরা সেখানেও নদীর তলদেশ দিয়ে বিদ্যুৎ পোঁছে দিয়েছি। তাই লোডশেডিংসহ যেকোনো বিষয় নিয়ে কোনো গুজবে কান দেওয়া যাবে না।

বাংলাদেশ এখন শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ থেকে শুরু করে সব ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ উল্লেখ করে শিক্ষামন্ত্রী আরও বলেন, ঢাকা থেকে রায়গঞ্জে মাত্র ৩ ঘন্টায় চলে আসলাম। এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, এটা কিন্তু শেখ হাসিনার অবদান। জননেত্রী শেখ হাসিনা যখন থেকে ক্ষমতায় এসেছেন তখন থেকেই আবার মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশে নতুন রূপ পেয়েছে।

রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আলমাজী জিন্নাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়ের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য মেরিনা জাহান, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ, সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ ডা. মো. আব্দুল আজিজ, সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ তানভীর শাকিল জয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন থানা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১