Pallibarta.com | ব্রাহ্মণবাড়িয়ায় ভিমরুলের কামড়ে ১ শিশুর মৃত্যু, ২ জন হাসপাতালে - Pallibarta.com

রবিবার, ১৭ অক্টোবর ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় ভিমরুলের কামড়ে ১ শিশুর মৃত্যু, ২ জন হাসপাতালে

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ভিমরুলের কামড়ে জান্নাত (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আরও দুই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন জান্নাত মারা যায়। এর আগে বিকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজলোর সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামে ভিমরুল কামড়ানোর ঘটনা ঘটে।

জান্নাত ঘাটুরা গ্রামের কাঠবাড়িয়া এলাকার হানিফ মিয়ার মেয়ে।

এ ছাড়া আক্রান্ত দুই শিশু জান্নাতের ভাই মাইনুল (৭) ও তার চাচাতো ভাই জসিম মিয়ার মেয়ে তাবাসসুম (৫)।

তাদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ৫টার দিকে ঘাটুরা গ্রামের কাঠবাড়িয়া এলাকায় হানিফ মিয়ার বাড়ির উত্তর পাশে একটি ঝোপের পাশে তারা খেলা করছিল। সেই সময় তারা খেলতে খেলতে ঝোপের ভেতরে চলে গেলে সেখানে থাকা ভিমরুল তাদের কামড় দেয়।

পরে স্থানীয় লোকজন চিৎকার শুনে আহতাবস্থায় তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে ওই দিনই রাত ৯টায় হাসপাতালের শিশু ওয়ার্ডে জান্নাত মারা যায়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক খান রিয়াজ মাহমুদ জিকু জানান, ভিমরুল কামড়ানোর ফলেই জান্নাত চিকিৎসাধীন মারা গেছে। এ ঘটনায় অন্য দুই শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১