Pallibarta.com | ব্যাট দিয়ে পিটিয়ে মাকে হত্যা, ছেলের ফাঁসি - Pallibarta.com

শনিবার, ২৭ নভেম্বর ২০২১

ব্যাট দিয়ে পিটিয়ে মাকে হত্যা, ছেলের ফাঁসি

গাইবান্ধায় ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে মাকে হত্যার দায়ে ছেলে জিয়াউল হকের (৪৪) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জিয়াউল হক সদর উপজেলার শিবপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে তিনি জানান, গাইবান্ধা সদরের শিবপুর গ্রামের জিয়াউল হক প্রায়ই তার পরিবারের সদস্যদের কাছ থেকে জোর করে টাকা-পয়সা নিতেন। ২০১৮ সালের ১২ জুন টাকা না দেওয়ায় ছোট ভাইকে ক্রিকেট ব্যাট দিয়ে আঘাত করতে যান জিয়াউল। এ সময় তার মা জহুরা বেগম এগিয়ে আসলে তাকেও ক্রিকেট ব্যাট দিয়ে উপর্যুপরী আঘাত করেন তিনি। ওই দিনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জহুরা বেগমের মৃত্যু হয়।

এ ঘটনায় পরের দিন জিয়াউল হককে আসামি করে হত্যা মামলা দায়ের করেন তার বাবা নুরুল ইসলাম খন্দকার। সাক্ষ্য-প্রমাণে সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় জিয়াউলকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন আদালত।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০