শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
মোস্তাফিজুর রহমান সুজনঃ
পদ্মা সেতু ও পায়রা বন্দর উদ্ভোধনের পর এখন থেকে ভাগ্যের চাকা খুলতে শুরু করলেন পটুয়াখালী জেলা থেকে শুরু করে দক্ষিন অঞ্চলের সর্বস্তরের মানুষের মাঝে।
পটুয়াখালী জেলা শহরে বিসিক শিল্প মেলা তারই প্রমান তাই পটুয়াখালী জেলা প্রশাসক ও বিসিক কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে এমনটাই বললেন আলফা গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর দীপক কুমার দাস।
তিনি বলেন পদ্মা সেতুর কারনে আমাদের দক্ষিণ অঞ্চল ও পটুয়াখালী বাসির ভাগ্যের চাকা খুলতে শুরু করলেন। বিসিকে আমার ফ্যাক্টরী আছে পদ্মা সেতু হওয়ার কারনে পটুয়াখালীতে যে শিল্পায়নে জোয়ার এসেছে।
সেখানে আমরা ব্যাপক সারা পেয়ছি ভোক্তরা সাধারন মানুষ আমাদের প্রোডাক্ট টেস্ট করেছে আমাদের পন্যের ব্যাপক প্রসার হয়েছে। পটুয়াখালী অত্যান্ত ব্যবসা সফল জায়গা পদ্মা সেতু হওয়ার কারনে মানুষ মাত্র ৪ ঘন্টায় ঢাকা থেকে পটুয়াখালী আসতে পারে।
এবং দ্রুত পন্য ডেলিভারি দিতে পারি তার প্রমান আমাদের ব্যাপক উপসমাগম বিক্রয় মিলছে। আসলে লাভ প্রফিটের চেয়ে বড় কথা হলো আমাদের পটুয়াখালীর প্রডাক্ট কে ব্রান্ডিং করতে পেরেছি।
এবং প্রথম পুরুস্কার স্থান প্রমান করে আমাদের মন অনেক ভালো এরকম মেলা হওয়া উচিৎ দক্ষিণ অঞ্চলে এরকম প্রচুর মেলা হলে পদ্মা সেতুর যে সুফলতা সেটা আমারা পাবো।
পটুয়াখালী জেলা প্রশাসকের আয়োজনে বিসিক শিল্প মেলায় ব্যবসায়ীরা এতো খুশি হয়েছেন তারা প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন দক্ষিণ অঞ্চলকে একটি ব্যবসায়ী কেন্দ্রতে পরিনত করার জন্য।
বিসিক শিল্প মেলায় সকল স্টলের ব্যবসায়ীদের মধ্যে পন্য বিক্রি করে প্রথম স্থান অধিকার করেন আলফা গ্রুপ। পটুয়াখালী বিসিক শিল্প নগরীতে আলফা গ্রুপ প্রতিষ্ঠান নিজস্ব প্রোডাক্ট তৈরী করে এখন হাটি হাটি পা পা করে ক্রেতাদের মনে জায়গা করে নিয়েছেন।
আলফা গ্রুপের পন্যের মধ্যে রয়েছেন মশার কয়েল মধু, জেলি ব্রাশ টুথপেস্ট কলম আরো বিভিন্ন ধরনের প্রোডাক্ট ক্রেতারা বলেন বর্তমান বাজারে যে বেহাল অবস্থা হয়েছে। সব জিনিসের দাম এখন হাতের নাগালের বাইরে চলে গেছেন আলফা কোম্পানির মালের দাম হাতের নাগালে আছে।
এবং এই পন্য তৈরী হয় আমাদের পটুয়াখালী জেলা শহরে আমাদের বিসিক শিল্প নগরীতে আমার আমাদের দেশের পন্য কিনে আমরা খুশি এবং গর্বিত।