বিশ্বে অর্থনৈতিক মন্দা হলে বাংলাদেশেও প্রভাব পড়বে: পরিকল্পনামন্ত্রী - Pallibarta.com

মঙ্গলবার, ৬ জুন ২০২৩

বিশ্বে অর্থনৈতিক মন্দা হলে বাংলাদেশেও প্রভাব পড়বে: পরিকল্পনামন্ত্রী

সারাবিশ্বে অর্থনৈতিক মন্দা হলে বাংলাদেশের ওপরও এর প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, বড় রাষ্ট্রগুলোর ওপর যেভাবে প্রভাব পড়বে বাংলাদেশে সেভাবে পড়বে না। কারণ বাংলাদেশের অর্থনীতি বিশ্বের উচ্চ অর্থনীতির সঙ্গে যোগাযোগ অতটা সরাসরি নয়। বাংলাদেশের অর্থনীতির সঙ্গে বড় রাষ্ট্রগুলোর অর্থনীতির যোগাযোগ ঘুরিয়ে পেঁচিয়ে নানাভাবে।

গতকাল (৭ অক্টোবর) রাতে সিলেট নগরের জিন্দাবাজারে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার এক যুগপূর্তি উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, সারা বিশ্বের সবাই মিলে এই সংকট মোকাবিলা করার চেষ্টা করা হবে। অতীতে দুই-চারবার যে হয়নি এমনটা নয়, এবারও এটাকে মোকাবিলা করা হবে। সবার যা হবে আমরা তার বাইরে নই।

সংকট মোকাবিলার কৌশল সম্পর্কে মন্ত্রী বলেন, আমি যেটা মনে করি সাধারণ মানুষ হিসেবে, আমার ধারণা প্রধানমন্ত্রীও তাই করবেন। আমাদেরকে আমাদের ঘর গোছাতে হবে। মোট কথা আমাদের ব্যয়ের ওপর নিয়ন্ত্রণ করতে হবে। ঢেউ উঠলে আমাদের বাপ-দাদারা নৌকা চালাতেন একটু সাবধানে। অর্থনৈতিক সংকটের একটি ঢেউ আছে। এই ঢেউয়ের সময়ে নৌকার কান্ডারি শেখ হাসিনা। নৌকাটাকে একটু সাবধানে নিয়ে যেতে হবে। ঢেউয়ের ওপর রাশ টানতে হবে। ব্যয়ের রাশ টেনে ধরতে হবে এবং উন্নয়ন প্রকল্পগুলো পুনর্বিন্যাস করতে হবে।

তিনি বলেন, যেগুলো অতি প্রয়োজনীয় যেমন- শিক্ষা, কৃষি, যোগাযোগ এগুলোকে সচল রাখতে হবে। তবে সাংস্কৃতিক কর্মকাণ্ড-খেলাধুলা খুব গুরুত্বপূর্ণ কিন্তু অতি জরুরি নয়। যেমন ফুটবল মাঠ একটা আছে, আরেকটা করলে ভালো। এগুলো পরে করলেও চলে, এটা একটা উদাহরণ।

এসময় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কবি কাশমির রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০