বিশ্বজুড়ে সাংবাদিক হত্যা বেড়েছে, প্রতি ৪ দিনে নিহত ১: জাতিসংঘ - Pallibarta.com

মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩

বিশ্বজুড়ে সাংবাদিক হত্যা বেড়েছে, প্রতি ৪ দিনে নিহত ১: জাতিসংঘ

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো জানিয়েছে, ২০২২ সালে বিশ্বব্যাপী সাংবাদিক হত্যার ঘটনা ব্যাপকহারে বেড়েছে। গত বছর পৃথিবীতে প্রতি চার দিনে একজন সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে। তবে এর আগের তিন বছরে অবশ্য সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনা কম ছিল। ইউনেস্কো প্রকাশিত ২০২১-২২ ফ্রিডম অব এক্সপ্রেশন রিপোর্টে এসব তথ্য জানানো হয়েছে। জাতিসংঘের ওয়েবসাইটে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে।

ইউনেস্কোর রিপোর্টে দেখা গেছে, ২০২২ সালে বিশ্বব্যাপী মোট ৮৬ জন সাংবাদিক এবং গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন, যা আগের তুলনায় অনেক বেশি। ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত গড়ে সাংবাদিক নিহতের সংখ্যা ছিল ৫৮।

বিশ্বে সাংবাদিক নিহতের সংখ্যা বাড়ার মধ্যে লাতিন আমেরিকা ছিল সবচেয়ে প্রাণঘাতী। গতবছর সেখানে ৪৪ জন সাংবাদিক বা গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। এরপরেই রয়েছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। সেখানে নিহত হয়েছে ১৬ সাংবাদিক। আর পূর্ব ইউরোপে নিহত হয়েছেন ১১ সাংবাদিক।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১