বিরামপুরে ১২০পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার-এক - Pallibarta.com

মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

বিরামপুরে ১২০পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার-এক

বিরামপুরে ১২০পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার-এক

মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার বিরামপুর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রশিদুল ইসলাম (৪২) কে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ী রশিদুল ইসলাম (৪২) বিরামপুর উপজেলা ৬নং জোতবানী ইউনিয়নের জোতবানী গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে।

মামলা সুত্রে জানা যায়, বুধবার (৮ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার জোতবানী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্তের নির্দেশনায় এসআই মিজানুর রহমান নেতৃত্বে সর্ঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযান চালান। এসময় পুলিশ মাদক ব্যবসায়ী রশিদুল ইসলাম (৪২) এর হেফাজতে থাকা ১২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাঁকে হাতে-নাথে গ্রেপ্তার করেন। পুলিশ ঘটনাস্থল থেকে মাদক বিক্রির নগদ এক হাজার চারশত টাকা ও ১টি স্যামসং বাটন মোবাইল ফোন উদ্ধার করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা হয়েছে। মামলা নং-০৪, তাং ০৮/০৩/২৩ইং।

বিরামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (৮ মার্চ) সকালে আসামিকে দিনাজপুর বিজ্ঞ আদালতে সোর্পদন করা হয়েছে। তিনি আরো জানান, মদক দ্রব্যের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। মাদক দ্রব্যের নিয়ন্ত্রণ ও প্রতিরোধ এই অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১