শুক্রবার, ২ জুন ২০২৩
মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুরে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রোহান (১৭) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে।
বিরামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, সোমবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দিনাজপুর-গবিন্দগঞ্জ মহাসড়কের মমতাজ ফিলিং স্টেশন এলাকায় দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী রোহান (১৭) নামের এক শিক্ষার্থী ঘটনাস্থলে মারা যায়।
নিহত রোহান বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নের বিজুল মাগুরাপাড়া গ্রামের মামুনুর রশিদের ছেলে। সে এবার বিজুল মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছে।