শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরে স্বামীকে ফাঁসিয়ে এক স্ত্রী বিভিন্ন এনজিও থেকে ৩ লাখ ও প্রতিবেশীদের নিকট থেকে ২ লাখ টাকা এবং স্বামীর গচ্ছিত ৩৭ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ মেয়েকে নিয়ে স্ত্রী উধাও হওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
দিনাজপুরের বিরামপুর পৌর শহরের কৃষ্টচাঁদপুর মহল্লার মৃত: আব্দুল জলিলের ছেলে আব্দুল খালেক (৪২) থানায় লিখিত অভিযোগে জানান, তাঁর স্ত্রী রুপালী বেগম তাঁর অগোচরে বিভিন্ন এনজিও থেকে ৩ লাখ টাকা ও প্রতিবেশীদের নিকট থেকে আরও ২ লাখ টাকা কর্জ নেয়। ঘটনাটি জানাজানি হলে গত ০৪/০৩/২০২৩ তারিখে স্বামী-স্ত্রী উভয় পক্ষের লোকজন নিয়ে বৈঠক হয়। এতে স্ত্রী রুপালী বেগম টাকা খরচের কোন সদুত্তর দেন নাই। বিষয়টি নিয়ে তর্ক-বিতর্কের পরদিন ০৫/০৩/২০২৩ইং তারিখে রুপালী বেগম তাঁদের কন্যা রজনী আক্তার (২৪) কে নিয়ে ঋণের ৫ লাখ টাকা, আব্দুল খালকের গচ্ছিত ৩৭ হাজার টাকা ও ব্যবহৃত স্বর্নালংকার নিয়ে কাউকে না বলে বাড়ি থেকে পালিয়ে যায়। তাঁদের মোবাইলে ফোন দিয়েও আব্দুল খালেক স্ত্রী-মেয়ের কোন হদিস করতে পারেন নাই। অনেক খোঁজাখুঁজি পর নিরুপায় আব্দুল খালেক অবশেষে মঙ্গলবার (১৪ মার্চ) বিরামপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। আব্দুল খালেক বলেন, বিভিন্ন এনজিও এবং প্রতিবেশীদের নিকট থেকে ৫ লাখ টাকা নিয়ে তাঁকে ফাঁসানোর জন্য মেয়ে রজনীকে নিয়ে স্ত্রী রুপালী বেগম নিরুর্দ্দেশ হয়েছে। নিখোঁজ স্ত্রী ও মেয়ের সন্ধান করার জন্য তিনি পুলিশের প্রতি অনুরোধ জানান।
এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে নিখোঁজদের অনুসন্ধান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।