বুধবার, ৭ জুন ২০২৩
মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুরে মাসব্যাপী বস্ত্র, হস্ত ও কুটির শিল্প মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু।
সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬ ঘটিকায় বিরামপুর পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আক্কাস আলীর সভাপতিত্বে ও ভাষ্যকার আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায মাসব্যাপী বস্ত্র হস্ত ও কুটির শিল্প পণ্য/ ২০২২ইং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার, মহিলা কলেজের উপাধাক্ষ মেজবাউল হক, বিরামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) ওসি সুমন কুমার মহন্ত, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ, সুধী মন্ডলীবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আক্কাস আলী বলেন, বিনোদনের জন্য বস্ত্র হস্ত ও কুটির শিল্প পণ্য মেলার বিশেষ প্রয়োজন। এ ধরনের মেলায় লোকজনকে আসার জন্য অনুরোধ করেন, কেননা বস্ত্র হস্ত ও কুটির শিল্প পণ্য আমাদের দেশের গৌরব ও ঐতিহ্য। মেলায় আগত দর্শকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, এসব পণ্য ক্রয় করে দেশের অর্থনীতি কে স্বাবলম্বী করার জন্য আহ্বান জানান।