সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
“সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলার বিরামপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় এবং উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প, মির্জাপুর, বেলডাঙ্গ, ব্রাক,বিওয়াই এফসি,ডেমোক্রেসি ওয়াচ, পল্লীবন্ধু পরিষদ, বন্ধন, এএসডিও, ডিভি স্বর্ণভূমি এর সহযোগিতায় দিনাজপুর জেলার বিরামপুরে
আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, বিশেষ অতিথি পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আক্কাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মেজবা, বিরামপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদ্বৈত্য কুমার, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, আওয়ামী লীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু, বিরামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সুমন কুমার মহন্ত, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন সাধারন সম্পাদক সহকারি অধ্যাপক মশিহুর রহমান , দক্ষিণ উন্নয়ন ফ্রারামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক লাইওন, নির্বাহী পরিচালক স্বর্ণ ভূমি উন্নয়ন সংস্থা সারা মারান্ডী ও সফল খামারি জেসমিন আরা প্রমুখ।
অলোচনা সভা শেষে অনুষ্ঠান শেষে সফল জননী ও শ্রেষ্ঠ জয়িতা ৪ জন নারী- শান্তি মুরমু, জেসমিন আরা, বেবি আক্তার, সাবেরী খাতুনকে সম্মাননা ক্রেস ও সম্বর্ধনা প্রদান করা হয় ।