বিরামপুরে পেঁয়াজের কেজি সেঞ্চুরিতে - Pallibarta.com

সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

বিরামপুরে পেঁয়াজের কেজি সেঞ্চুরিতে

বিরামপুরে পেঁয়াজের কেজি সেঞ্চুরিতে

মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
শস্যে ভান্ডার খ্যাত দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় বিপুল পরিমাণ পেঁয়াজ উৎপাদনের পরও এবার পেঁয়াজের কেজি সেঞ্চুরিতে ঠেকেছে। সোমবার (৫ জুন) বিরামপুর পৌর শহরের বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৯০ টাকা দরে বিক্রি হলেও গ্রামাঞ্চলের বাজারে তা ১০০ টাকায় বিক্রি হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

সোমবার (৫ জুন) সকালে বিরামপুর নতুন বাজার ঘুরে দেখা যায়, পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ ও মজুদ থাকলেও দাম উর্দ্ধমূখী। পাইকারি আড়ৎদার আফিমুদ্দিন জানান, তিনি প্রতি কেজি পেঁয়াজ পাইকারি ৮৪ টাকা দরে বিক্রি করছেন। এই পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি। আবার শহর থেকে গ্রামাঞ্চলে নিয়ে গিয়ে সেই পেঁয়াজ ১০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

উপজেলা শহর থেকে ১৫ কিলোমিটার দূরবর্তী আয়ড়া মোড় বাজারের দোকানী আয়েজ উদ্দিন জানান, এ বাজারে পেঁয়াজ ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

উপজেলার ৫নং বিনাইল ইউনিয়নের হেড়মা গ্রামের আবু হোসেন আবু জানান, পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ ও মজুদ থাকলেও অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে বেশী দাম বিক্রি করছে।

 

বিরামপুর কলেজ বাজারে বাজার করতে আসা প্রভাষক মেফতাহুন নাহার কবিতা জানান, শুধু পেঁয়াজ-ই নয় বাজারে সব কিছুর দাম আকাশ ছোঁয়া এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। তাই প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং করা প্রয়োজন।

 

এদিকে বিরামপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফিরোজ আহমেদ জানান, বিরামপুর উপজেলায় গত মৌসুমে ৩ হাজার ১৩০ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। কৃষি বিভাগের হিসাব মতে, উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌর এলাকার ১ হাজার ৮৭ বিঘা জমিতে পেঁয়াজ রোপন করা হয়। এর মধ্যে কৃষি প্রণোদণার আওতায় ১৬০ বিঘা জমিতে আবাদের জন্য কৃষি বিভাগ ১৬০জন কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০