মঙ্গলবার, ৬ জুন ২০২৩
মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরের ভোবানীপুর (মুন্সীপাড়া) নেপিয়ার ঘাসের জমি থেকে আব্দুল ওয়াহেদ মুন্সী (৮০) নামের বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে বিরামপুর থানা পুলিশ।
নিহত আব্দুল ওয়াহেদ মুন্সী (৮০)দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরের ৯নং ওয়ার্ডস্থ ভোবানীপুর (মুন্সিপাড়া) মহল্লার মৃত্যু মনছের আলীর মুন্সীর ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (২ মে) সকালে বিরামপুর পৌর শহরের ৯ নং ওয়ার্ডের ভোবানীপুর (মুন্সিপাড়া) মহল্লার পাশে মাঠে গরুর চরাতে ও গরুর ঘাস নিতে গিয়ে স্থানীয় গ্রামবাসী ঘাসের জমিতে আব্দুল ওয়াহেদ মুন্সী (৮০) নামের এক বৃদ্ধার বস্ত্রবিহিন অবস্থায় মরদেহ দেখতে পায়।মরদেহ দেখতে পেয়ে তাঁরা নিহতের পরিবার ও বিরামপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থ পরির্দশন করেন।
নিহতের ছোট ছেলে গোলাম মোস্তফা (৪৫) জানান, আমার বাবা পেশায় একজন কবিরাজ ছিলেন। তিনি গ্রামেগ্রামে ঝাড়-ফুঁক করে বেড়াতেন। সোমবার (১ মে) সন্ধ্যা থেকে বাবা বাড়ি না আসায় এবং দেখতে না পেয়ে আমরা মনে করি তিনি হয়তো অন্য গ্রামে কোন কাজে গিয়েছেন।
মঙ্গলবার (২ মে) সকালে প্রতিবেশীরা বাড়ির পূর্বপাশের নেপিয়ার ঘাসের জমিতে বাবার রক্তাক্ত মরদেহ দেখে আমাদের ও পুলিশে খবর দেয়। বাবার লাশের গলায় রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। তাঁকে কে বা কাহারা পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
নিহতের খবর পেয়ে, দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মাসুম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (বিরামপুর-নবাবগঞ্জ) সার্কেল মনজুরুল ইসলাম, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, অফিসার ইনচার্জ (ওসি তদন্ত ) মমিনুল ইসলাম ও দিনাজপুর পিবিআই’র ক্রাইম সিনটীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ ও পিবিআইয়ের ক্রাইম সিন ইউনিট মাঠে কাজ করছেন। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।