শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুরে পৌর শহরের থানা পুলিশ মাদক বিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ ছয় জন মাদক ব্যবসায়ীকে
গ্রেপ্তার করেছে।
মামলা সুত্রে জানা যায়, মঙ্গলবার (১২ জুলাই) রাত সাড়ে ৮টায় বিরামপুর পৌর শহরের চকপাড়া মহল্লায় গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্তের নির্দেশে অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) নওয়াবুর রহমানের নেতৃত্বে এসআই এরশাদ মিয়া, এসআই নূর আলম সিদ্দিক, এসআই মামুনুর রশিদ, এসআই শাহীন শেখ, এসআই নিহার রঞ্জন সরকার, এএসআই আব্দুল হাকিম সঙ্গীয় ফোর্স অভিযান চালান। এসময় নিজ বাড়িতে মাদকদ্রব্য বিক্রির সময় ১ হাজার ৫’শত ১৬ পিচ ইয়াবা ট্যাবলেট, ৪৬ গ্রাম হেরোইন, মাদকদ্রব্য পরিমাপক ছোট সাইজের ডিজিটাল ওয়েট মেশিন ১টি, ফুয়েল পেপার রোল ১টি, ৬টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ ৪৮ হাজার ৮’শত ৫০ টাকাসহ হাতে-নাতে ছয় মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, বিরামপুর পৌর শহরের ২নং ওয়ার্ডের চকপাড়া মহল্লার মোকছেদ আলী ছেলে ইকবাল হোসেন চৌধুরী (৬০), ইকবাল হোসেনের দুই ছেলে রেজুয়ান হোসেন (২৬), রকি হোসেন (২১) একই মহল্লার মাবুদ মিয়ার ছেলে ইলিয়াস আলী (৩৩), তৈয়বপুর মহল্লার আনিছুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (৩৪), চকপাড়া (কল্যানপুর) মহল্লার বাবুল হোসেন সরকারের ছেলে তুহিন হোসেন সরকার (২৫)।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন২০১৮ ইং সালের
৩৬(১) সারণির ১০(ক)/৮(গ)/৪১ ধারায় মামলা হয়েছে। মামলা নং-০৮, তাং ১২/০৭/২০২২ইং। তিনি আরো বলেন, বুধবার (১৩ জুলাই) সকালে গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে মাধ্যমে দিনাজপুর কোর্টে পাঠানো হয়েছে।