মঙ্গলবার, ৬ জুন ২০২৩
মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুরে আইনশৃঙ্খলা কমিটি’র মাসিক সভা ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১১ টায় বিরামপুর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমারের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটি’র মাসিক সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান
খায়রুল আলম রাজু, বিরামপুর পৌরসভা মেয়র অধ্যক্ষ মোঃ আক্কাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মেজবা, বিরামপুর প্রেসক্লার সভাপতি আকরাম হোসেন, বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
আইনশৃঙ্খলা কমিটি’র মাসিক সভা শেষে
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে ব্যাপক আলোচনা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর আলম, প্রাথমিক শিক্ষা অফিসার মিনারা বেগম, যুব অফিসার জামিল উদ্দিন, সমাজ সেবা অফিসার রাজুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাফিজ উদ্দিন সরকার, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।