শুক্রবার, ২ জুন ২০২৩
মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার মৌপুকুর এলাকার রেললাইনের পার্শ্ব থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছেন পুলিশ।
বুধবার (১১ জানুয়ারি) ভোরে বিরামপুর উপজেলা খাঁনপুর ইউনিয়নের মৌপুকুর এলাকার রেললাইনের পার্শ্ব থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছেন পার্বতীপুর রেলওয়ে থানার পুলিশ।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, বিরামপুর উপজেলার মৌপুকুর এলাকার রেললাইনের পার্শ্বে অজ্ঞাত এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশে সংবাদ দেয়।
বিরামপুর থানা পুলিশ পার্বতীপুর রেলওয়ে
পুলিশকে সংবাদ দিলে পার্বতীপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে রেললাইনের পার্শ্ব থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করে পার্বতীপুর রেলওয়ে স্টেশন থানায় নিয়ে যায়। অজ্ঞাত নামা নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। তাঁর পরনে সেলোয়ার কামিছ ও খয়েরি রঙের চাদর পড়া ছিল। স্থানীয়দের ধারণা, রাতের কোন এক সময় ট্রেন থেকে পড়ে নারীটি আঘাত প্রাপ্ত হয়ে নিহত হয়েছে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত আরও জানান, ঘটনাস্থল মৌপুকুর, রেলওয়ে সীমানা হওয়ায় পার্বতীপুর রেল পুুলিশ লাশ নিয়ে গেছে।
পার্বতীপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিক জানান, নিহতের শরীরে অঘাতের চিহ্ন আছে। নিহতের পরিচয় বের করার চেষ্টা চলছে।