বিয়ের পিঁড়িতে বসতে এবার প্রাপ্তবয়স্ক হয়েই পটুয়াখালী এলেন ইন্দোনেশিয়ান তরুণী। - Pallibarta.com

শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

বিয়ের পিঁড়িতে বসতে এবার প্রাপ্তবয়স্ক হয়েই পটুয়াখালী এলেন ইন্দোনেশিয়ান তরুণী।

বিয়ের পিঁড়িতে বসতে এবার প্রাপ্তবয়স্ক হয়েই পটুয়াখালী এলেন ইন্দোনেশিয়ান তরুণী।

মোস্তাফিজুর রহমান সুজনঃ

একশ এক টাকা কাবিন ও দেনমোহরে বাউফলের দাশপাড়া খেজুর বাড়িয়া গ্রামের ইমরান হোসেনের সাথে (২৬) বিয়ে হলো ইন্দোনেশিয়ার তরুনী নিকি উল ফিয়া(২৩) বিয়ের কাবিনামায় নিকির উকিল বাবা নিযুক্ত হয়েছেন বর ইমরানের দাদা সিদ্দিক হাওলাদার।

বুধবার সন্ধ্যা ৭টায় ইমরানের বাড়িতে ইসলামীক সরিয়া মোতাবেক অনুযায়ী স্থানীয় নামধাম কাজী মাও. সহিদুল ইসলাম এ বিয়ে পড়ান। এর আগে পড়ন্ত বিকেলে নিকির গায়ে হলুদ হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে বউ ভাত অনুষ্ঠিত হবে। বুধবার পটুয়াখালী ম্যাজিস্ট্রেট আদালতে ইমরান ও নিকির আইনী কার্যাদি সম্পন্ন হয়। নিকির গায়ে হলুদ অনুষ্ঠানে গ্রামের বিপুল সংখ্যক মানুষ ভীড় জমায়।

এ খবর সংগ্রহের জন্য বাউফলসহ জেলার প্রায় সকল গণমাধ্যম কর্মীরা ইতিমধ্যে বাউফলে অবস্থান নিয়েছেন।

উল্লেখ গত পাঁচ বছর আগে ফেসবুকের মাধ্যমে ইন্দোনেশিয়ার তরুনী নিকি ও বাংলাদেশের তরুন ইমরানের প্রেম হয়। আর এই প্রেম বিয়েতে পরিনত করতে ২৮ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আসেন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০