বিমানে চড়ে রানীর প্রতিকৃতি ফুটিয়ে তুললেন পাইলট - Pallibarta.com

বুধবার, ৭ জুন ২০২৩

বিমানে চড়ে রানীর প্রতিকৃতি ফুটিয়ে তুললেন পাইলট

রানী এলিজাবেথ

মানচিত্রে রানী দ্বিতীয় এলিজাবেথের ছবি আঁকতে ২৫০ মাইলেরও বেশি উড়েছেন বৃটেনের এক পাইলট। একটি পিএ-২৮ বিমান নিয়ে রানীর প্রতি এভাবেই শ্রদ্ধা জানিয়েছেন পাইলট আমাল লারহলিড। এ জন্য তাকে টানা দুই ঘণ্টা ধরে উড়তে হয়েছে। এ খবর দিয়েছে বিবিসি।

ফ্লাইটরাডার এই পুরো যাত্রা ট্র্যাক করে, যার মাধ্যমে বৃটেনের উপরে রানীর প্রতিকৃতি ফুটে উঠে। এর দৈর্ঘ্য ছিল ১০৫ কিলোমিটার এবং প্রস্থে ছিল ৬৩ কিলোমিটার। রানীর মুকুটে থাকা মণিটি আঁকা হয় একদম নর্দাম্পটনের উপরে। এ নিয়ে পাইলট আমাল বলেন, রানী এলিজাবেথ কয়েক প্রজন্মের জন্য ছিলে এক অনুপ্রেরণার নাম। ৭০ বছর তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করেছিলেন। তাই এই ফ্লাইটের মাধ্যমে রানীর প্রতি তার শ্রদ্ধা প্রকাশ করতে চেয়েছেন তিনি। রানী আজীবন আমাদের হৃদয়ে থাকবেন।

তিনি জানান, এই প্রতিকৃতি ফুটিয়ে তোলার কাজটি তার জন্য ছিল বেশ মজার।

এটি কঠিন হলেও চ্যালেঞ্জটি উপভোগ করেছেন আমাল। তার জন্য সবথেকে কঠিন ছিল মুকুটটি ফুটিয়ে তোলা। কারণ এটি আঁকতে গিয়ে বেশ কিছু কঠিন বাক নিতে হয়েছিল তাকে। তবে অবশেষে তিনি তার উদ্দেশ্য সফল করতে পেরেছেন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০