মঙ্গলবার, ৬ জুন ২০২৩
রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
গতকাল (৭ অক্টোবর) রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ চত্বরে বায়তুল আমান স্কুল এন্ড কলেজ মসজিদের তিনতলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্হিত ছিলেন- সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান, রাজারহাট থানার ওসি মোঃ রাজু সরকার, এমপি পুত্র আবু সুফিয়ান পাভেল, জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব আব্দুস ছালাম মাষ্টার, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, রাজারহাট মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক হাবিবুল্লাহ্ সিদ্দিকী, চাকিরপশার ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম, প্রেসক্লাবের সভাপতি এসএ বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য প্রার্থী সাংবাদিক মোঃ এনামুল হক, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ আব্দুল ওয়াহেদ সরকার, অত্র কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মীর হাবিবুল্লাহ সাহেবের পুত্র মীর আহসান হাবিব টিটো প্রমুখ।
সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আলহাজ্ব সফিকুল ইসলাম (রানা)। স্বাগত বক্তব্য দেন – কলেজের ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল সাজেদুর রহমান মন্ডল চাঁদ।