শুক্রবার, ২ জুন ২০২৩
বাসার ছাদে ঝুলছিল দুই বোনের মরদেহ ।
সিলেট শহরে দুই বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নগরীর আম্বরখানা মজুমদাররি এলাকায় ৩১ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। তারা হলেন- ওই বাসার মৃত কলিমউল্লাহর মেয়ে শেখ রাণী জমিদার (৩৮) ও ফাতেমা বেগম (২৭)।
এসএমপির এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা বাসার ছাদে দুই বোনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর দেওয়া হয় পুলিশে। ছাদের ওপর থাকা পিলারের রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাদের উদ্ধার করা হয়। বলা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে তারা আত্মহত্যা করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চার বোনের মধ্যে একজনের বিয়ে হয়েছে। তিনি যুক্তরাজ্যে থাকেন। বাকিদের বিয়ে হয়নি এখনও। এই পরিবারের সদস্যদের আত্মীয়স্বজনদের সঙ্গেও তাদের তেমন যোগাযোগ নেই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।