Pallibarta.com | বাথরুমে যুবকের ঝুলন্ত লাশ - Pallibarta.com

বুধবার, ১ ডিসেম্বর ২০২১

বাথরুমে যুবকের ঝুলন্ত লাশ

বাথরুমে যুবকের ঝুলন্ত লাশ

বাথরুমে যুবকের ঝুলন্ত লাশ ।
পাবনার ঈশ্বরদী উপজেলায় বাথরুম থেকে রাসেল (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দিয়াড় সাহপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রাসেলের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গার চরডাঙ্গা গ্রামে। চাকরির কারণে বসবাস করতেন ঈশ্বরদীর দিয়ার সাহাপুরের একটি ভাড়া বাড়িতে। সেখানেই তিনি স্ত্রী নিয়ে থাকতেন।

পুলিশ ও পরিবারের লোকজন জানান, প্রতিদিনের মতো ঘটনার দিন স্ত্রীর সঙ্গেই ঘুমিয়ে পড়েন রাসেল। ঘুম থেকে জেগে স্বামীকে পাশে দেখতে না পেয়ে খোঁজ করতে গিয়ে দেখেন তার স্বামী রাসেল বাথরুমের কাপড় রাখার হ্যাঙ্গারের সঙ্গে গলায় ফাঁস লাগা অবস্থায় ঝুলে আছে। হঠাৎ এই দৃশ্য দেখে তিনি পাড়া-পড়শিদের জানান। এরপর থানা পুলিশকে সংবাদ দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে ওই যুবক আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে। তবে আত্মহত্যা কিনা বা আত্মহত্যার কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১