Pallibarta.com | বাড্ডায় স্কুলছাত্রীর আত্মহত্যা - Pallibarta.com

শনিবার, ২৭ নভেম্বর ২০২১

বাড্ডায় স্কুলছাত্রীর আত্মহত্যা

গুলশানে ভবন থেকে লাফিয়ে স্কুলছাত্রীর ‘আত্মহত্যা

বৃহস্পতিবার রাজধানীর বাড্ডার সাঁতারকুলে নিজ বাসায় আভা আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। স্বজনরা বলছেন, আভা আক্তারের সঙ্গে তার ভাইয়ের ঝগড়া হয়। এর পরই সে ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। পরে দরজা ভেঙে তাকে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আভা আক্তারের বাবা মোহম মোল্লা জানান, তিনি খাবার হোটেলের ব্যবসা করেন। তার দুই ছেলেমেয়ে। ছোট ছেলে আবিদের বয়স ১০ বছর। দুই ভাইবোনের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় প্রায়ই। গতকাল সকালে তুচ্ছ ঘটনায় দু’জনের মধ্যে ঝগড়া হয়। অভিমান করে আভা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে সাঁতারকুলের একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
বাড্ডা থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মনে হয়েছে, মেয়েটি আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০