Pallibarta.com | বাঙলা কলেজ থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার - Pallibarta.com

শুক্রবার, ২১ জানুয়ারি ২০২২

বাঙলা কলেজ থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার

ফেনীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সহোদর নিহত

রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজের নির্মাণাধীন ভবন থেকে অজ্ঞাত এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বাঙলা কলেজ থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় কলেজের নির্মাণাধীন ১০ তলা ভবনের পাঁচতলায় মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশের ধারণা, মরদেহটি পাঁচ-ছয় দিন আগের হওয়ায় গলে বিকৃত হয়ে গেছে। তবে মরদেহের সঙ্গে সিমবিহীন একটি মোবাইল ফোন পাওয়া গেছে। ওই ফোনের আইএমইআই নম্বরের সূত্র ধরে পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে।

বাঙলা কলেজ থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার

এ বিষয়ে দারুস সালাম জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিজানুর রহমান বলেন, বাঙলা কলেজের শিক্ষার্থী ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তারা কোনো তথ্য দিতে পারেনি। এমনকি নিহত যুবককে ওই এলাকায় এর আগে কখনো কেউ দেখেনি বলেও জানায়।

তিনি জানান, মরদেহের সঙ্গে পাওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বরের সূত্র ধরে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছি। পরিচয় শনাক্ত হলে নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১