শুক্রবার, ২ জুন ২০২৩
ঢাকার কেরানীগঞ্জে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ৩২ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয়।
স্বজনরা জানান, সোমবার সন্ধ্যার দিকে বাসা থেকে বের হন ওই নারী। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তার খোঁজ পাওয়া যায় না। পরে এক নারীকে দগ্ধ অবস্থায় উদ্ধার করার খবর পেয়ে স্বজনরা তাকে হাসপাতালে গিয়ে শনাক্ত করেন। স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন, ওই নারীকে অপহরণ করে ধর্ষণের পর শরীরে আগুন দেওয়া হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান জানান, সোমবার রাতে ৯৯৯-এ কল পেয়ে কেরানীগঞ্জের শুভাঢ্যা সাবান ফ্যাক্টরি এলাকা থেকে দগ্ধ অবস্থায় এক নারীকে উদ্ধার করা হয়। এরপর তাকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে।
ওসি বলেন, ‘ওই নারীর ভাই থানায় অভিযোগ দিয়েছেন। তবে তিনি ধর্ষণের শিকার হয়েছিলেন কিনা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।’