মঙ্গলবার, ৬ জুন ২০২৩
গাজী আরিফুর রহমানঃ
বরিশাল মেট্টোপলিটন বিএমপি’র পুলিশ লাইন্স রুপাতলী, আলেকান্দা পুলিশ ফাঁড়ি ও আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ি পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ কমিশনার।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর ) সকালে পুকুরে মাছের পোনা অবমুক্ত’র উদ্ধোধন করেন বিএমপি পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম বিপিএম-বার।
বরিশাল সদর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ২০২২-২০২৩ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় জলমহল/প্রাতিষ্ঠানিক জলাশয়ে/বর্ষাপ্লাবিত ধানক্ষেতে পোনা মাছ অবমুক্তকরণ করার ধারাবাহিকতায় বিএমপি পুলিশের বিভিন্ন পুকুরে অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার ডিবি মোঃ জুলফিকার আলী হায়দার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এডমিন মোঃ ফারুক হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফোর্স মো. শহীদুল ইসলাম সহ অন্যান্য অফিসারবৃন্দ।